আজ বৃহস্পতিবার রাত ৭টা ১০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন রুপসা ট্রাফিক মোড়ে অবস্থিত নিশাত সুলতানা ক্লিনিকে ভিতরে মোঃ নুরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্ত্রীর আগের ঘরের স্বামী। আহত নুরুল ইসলাম বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা বাসিন্দা শেখ চান মিয়ার পুত্র। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নুরুল ইসলাম জানান, তার স্ত্রী শিমু (৩৫)কে সিজার করার জন্য উপরোক্ত ক্লিনিকে ভর্তি করেন। সিজারে বাচ্চা হওয়ার পর স্ত্রীর আগের ঘরের স্বামী সাব্বির(৩০) ক্লিনিকের ভিতরে ঢুকে জোর করে বাচ্চাটিকে নিয়ে যেতে চান । তর্ক-বিতর্কের এক পর্যায়ে সাব্বির ধারালো চাপাতি দিয়ে নুরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে জখম করে৷ পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে সার্জারি-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
ঊআ-বিএস