UsharAlo logo
সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাট কিনে লাপাত্তা পাকিস্তানি ক্রিকেটার!

ক্রীড়া ডেস্ক
মার্চ ২২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঘটনাটি বেশ পুরোনো। মাসের হিসেবে তাও প্রায় এক বছর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মোকাবেলা করতে নিউইয়র্ক গিয়েছিল পাকিস্তান। ২০২৪ সালের ৯ জুন বসা সেই ম্যাচের আগে পাকিস্তানের এক তারকা তিনটি ব্যাট কিনেছিলেন। এখনও শোধ করেনি অর্থ। দোকান মালিক কল দিলেও ধরছেন না।

পাকিস্তানের সেই তারকা ক্রিকেটার কে তা জানা যায়নি। নিউইয়র্কে ব্যাট কিনে লাপাত্তা হয়ে যাওয়া এই ঘটনার সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবার সামনে এই কাণ্ড যিনি এনেছেন, সেই সাংবাদিক ওয়াহিদ খানও বলেনি ক্রিকেটারের নাম। তবে তিনি জানিয়েছেন, কাণ্ডটি ঘটিয়েছেন প্রথম সারির কেউ একজন। ওয়াহিদের টুইটার পোস্ট ভাইরাল হয়ে গেছে, বনেছে আলোচনার খোরাক।

ওয়াহিদ তার পোস্টে দাবি করেন, ‘গত বছর বিশ্বকাপ চলাকালে নিউ জার্সি থেকে পাকিস্তানের এক জনপ্রিয় তারকা তিনটি ব্যাট কেনেন। নিউ ইয়র্কে বয়ে নিয়ে ব্যাটগুলো ওই ক্রিকেটারের হাতে পৌঁছে দেন দোকান মালিক। তবে এখনও টাকা পায়নি। এমনকি দোকানি সেই ক্রিকেটারকে পাওনা চেয়ে ফোন দিলেও ধরছে না।’

পোস্টটি ভাইরাল হওয়ার পর পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। অনেকে সূত্র জানতে চেয়েছেন। কেউ কেউ মানহানির ব্যাপারটিও সামনে আনছেন। তবে বেশিরভাগ টুইটার ইউজারই বিষয়টিতে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করতে অনুরোধ করেছেন সাংবাদিক ওয়াহিদকে।

ঊষার আলো-এসএ