UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

লজ্জার ‘বিশ্বরেকর্ড’ পাকিস্তান ওপেনারের

ক্রীড়া ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ড সফরে গিয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের তরুণ ওপেনার হাসান নওয়াজ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়ে এই নজির গড়েন ওপেনার হাসান নওয়াজ।

ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নেমেই বিধ্বংসী সেঞ্চুরিতে সর্বকালীন রেকর্ড গড়েন। তখন অনেকেই বলছিলেন পাকিস্তান বাবর আজমের উত্তরসূরী পেয়ে গিয়েছে। তাদের সেই প্রত্যাশায় গুড়েবালি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে পাকিস্তানের ‘নতুন বাবর’ হাসান নওয়াজের সার্বিক পারফর্ম্যান্স পাক সমর্থকদের যতটা না আশাবাদী করবে, তার থেকে বেশি হতাশ করতে পারে।

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সিরিজে মাঠে নেমে একসঙ্গে ২টি সর্বকালীন রেকর্ড গড়েন হাসান নওয়াজ। যার মধ্যে একটিকে আবার বিশ্বরেকর্ডও বলা যায়। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৪৪ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন হাসান। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম বলে শতরান করতে পারেননি আর কেউ। সেই নিরিখে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন ২২ বছর বয়সী তরুণ।

উল্লেখযোগ্য বিষয় হল, তার আগে ক্রাইস্টচার্চ ও ডানেডিনে সিরিজের প্রথম ২টি টি-টোয়েন্টি ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন নওয়াজ। মাউন্ট মাউনগনুইয়ে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১ রান করে ক্রিজ ছাড়েন হাসান। বুধবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ফের শূন্য রানে আউট হন নওয়াজ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাসান নওয়াজের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০, ০, অপরাজিত ১০৫, ১ ও ০ রান। অর্থাৎ ৩টি ম্যাচে শূন্য রানে আউট হন নওয়াজ। পাকিস্তানের আর কোনও ক্রিকেটার কখনও টি-টোয়েন্টির এক সিরিজে তিনবার শূন্য রানে আউট হননি। সেদিক থেকে লজ্জাজনক এক রেকর্ড গড়লেন নওয়াজ।

পকিস্তানের হয়ে টি-টোয়েন্টির এক সিরিজে সব থেকে বেশি শূন্য

১. হাসান নওয়াজ- ৩ বার (৫টি ইনিংসে ব্যাট করে)।

২. শাহজেব হাসান- ২ বার (২টি ইনিংসে ব্যাট করে)।

৩. মোহাম্মদ হাফিজ- ২ বার (৩টি ইনিংসে ব্যাট করে)।

৪. মোহাম্মদ রিজওয়ান- ২ বার (৪টি ইনিংসে ব্যাট করে)।

হাসান নওয়াজ শুধু পাকিস্তানের হয়েই নয়, বরং আইসিসির পূর্ণ সদস্য দেশের সব ক্রিকেটারদের মধ্যে সর্বকালীন রেকর্ড গড়েন। আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টির এক সিরিজে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার বিশ্বরেকর্ড গড়েন হাসান।

বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৭ বার শূন্য রানে আউট হয়েছেন। তবে তিনি ১২৮টি ম্যাচের ১২১টি ইনিংসে ব্যাট করেছেন। বাবরের উত্তরসূরী মোটে ৫টি ইনিংসে ব্যাট করেই ৩ বার শূন্য রানে আউট হলেন।

ঊষার আলো-এসএ