খুলনা ছিনতাইকারীদের চাপাতির হামলায় ভুট্ট্রো সরদার ( ৪৬) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। এ সময় তার কাছ থেকে নগগ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে বাম ও ডান হাত মারাত্মক জখম হয়। ৮ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে খুলনা সদরথানাধীন নিউ মার্কেট সংলপ্ন ১০ তলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ভুট্ট্রো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাছুম বলেন, পূর্ব শ্রুতার জের ধরে দুর্বত্তরা ভুট্টোকে কুপিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। যারা মারছে তারা সবাই তার পূর্ব পরিচিত। এ ব্যাপারে অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বৈকালী থেকে মোটরসাইকেল যোগে ডাকবাংলার উদ্দেশ্যে যাওয়ার সময় নিউমার্কেট ১০ তলা ভবনের সামনে পৌঁছালে হঠাৎ করে ৮-১০ জন অজ্ঞাতনামা ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৬৫ হাজার ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তার মটরসাইকেল ভাংচুর করা হয়।
ঊআ-বিএস