UsharAlo logo
রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল থেকে বাদ, ইউটিউবেই বিপুল আয় ইরফান পাঠানের

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১০, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় ক্রিকেটের সাবেক অলরাউন্ডার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইরফান পাঠানকে আইপিএল ২০২৫ থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই। জানা গেছে, ধারাভাষ্যের সময় ‘ব্যক্তিগত পক্ষপাতিত্ব’ করার অভিযোগেই তাকে বাদ দেওয়া হয়েছে।

আইপিএল থেকে ছিটকে পড়ার পর ইরফান পাঠান এবার শুরু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। চ্যানেলটি এক মাস আগে চালু করলেও এরই মধ্যে ৩.২ লাখের বেশি সাবস্ক্রাইবার হয়েছে। সেখানে তিনি আইপিএল ২০২৫ নিয়ে বিশ্লেষণ করেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ইউটিউব চ্যানেল থেকে তিনি প্রতি মাসে প্রায় ৩.৫ লাখ রুপি রোজগার করছেন। যদিও আইপিএলে ধারাভাষ্য না করতে পারায় তিনি প্রায় ২.৪ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন।

তবে আর্থিক দিক থেকে ইরফান এখনো যথেষ্ট স্বচ্ছল। বিভিন্ন রিপোর্ট বলছে, তার নেট ওয়ার্থ ৫১ কোটিরও বেশি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

এছাড়াও তিনি এখন ক্রিকেট মাঠেও খেলছেন। লিজেন্ডস লিগ এবং ইন্টারন্যাশনাল মাস্টার লিগ দাপিয়ে বেড়াচ্ছেন ভাই ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে।

ইরফানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে তার কিছু মন্তব্যকে। যেগুলোতে তিনি বিরাট কোহলিকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন বলে দাবি করা হয়েছে।

এমন কিছু অবশ্য আইপিএলে মোটেও নতুন কিছু নয়। একই কারণে আইপিএল থেকে হার্শা ভোগলের মতো বিখ্যাত ধারাভাষ্যকারকেও আইপিএল থেকে অচ্ছুৎ করে দেওয়া হয়েছিল।

বছর কয়েক আগে ধোনিকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন হার্শা, যেখানে তার সমালোচনার অংশটাই বেশি ছিল। এরপর তার ফলশ্রুতিতে আইপিএলের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এবার একই পথে হাঁটতে হলো ইরফানকেও।

ঊষার আলো-এসএ