মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ২৮ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানলো। সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং রাজধানী নেপিদোর মাঝামাঝি।
২৮ মার্চের ভূমিকম্পের শত শত আফটারশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটি মান্দালয় থেকে ৯৭ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণে উন্ডউইন টাউনশিপ এলাকায় ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের ৭.৭ কিলোমিটার (৪.৮ মাইল) গভীরে।
প্রসঙ্গত, শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত গত ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন বলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।
ঊষার আলো-এসএ