UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোসাইরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৪, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের গোসাইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। সোমবার উপজেলার সামন্তসার ইউনিয়নে চর সামন্তসার গ্রামে হওয়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল।

আহতরা হলেন, কাইয়ুম রাড়ী (৩৭), মাসুদ (৩০), শহিদুল আলম (৬০), রেজাউল (২৭), শামীম রাড়ি (৫০), জাকির রাড়ি (৩০) ও আক্তার (৩৭) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে প্রতিবেশী শামীম রাড়ির সঙ্গে কাইয়ুম রাড়ির বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে রান্নাঘর উঠাতে যায় শামীম। এতে বাধা দেয় কাইয়ুম। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গোসাইরহাট থানার ওসি বলেন, দুপক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ