UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিজওয়ানদের হারেও প্রাপ্তি ফিলিস্তিনের

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

পিএসএলে মুলতান সুলতানসের প্রতিটি ম্যাচই হাসি ফোটাবে ফিলিস্তিনের বিপন্ন মানুষের মুখে। টুর্নামেন্টে দলটির প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ পাকিস্তানি রুপি জমা হবে ফিলিস্তিনিদের সহায়তার জন্য গঠিত তহবিলে। দারুণ এই উদ্যোগটি নিয়েছেন মুলতানের মালিক আলী খান তারিন।

ইসরাইলের নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়ে শনিবার দলের প্রথম ম্যাচের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কা ও বোলারদের প্রতিটি উইকেটে ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এই অর্থ যাবে বিশেষ করে গাজার শিশুদের জন্য।’

প্রথম ম্যাচে করাচি কিংসের কাছে মুলতান চার উইকেটে হারলেও ফিলিস্তিনের তহবিলে জমা হয়েছে ১৫ লাখ পাকিস্তানি রুপি। করাচির মাঠে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের (৬৩ বলে ১০৫*) সেঞ্চুরিতে তিন উইকেটে ২৩৪ রানের বড় সংগ্রহ গড়েও শেষ হাসি হাসতে পারেনি মুলতান।

জেমস ভিন্সের (৪৩ বলে ১০১) বিধ্বংসী শতকে চার বল বাকি থাকতেই জয় তুলে নেয় করাচি। তবে দলে থাকলেও রিজওয়ানের সেঞ্চুরি পুরোপুরি বিফলে যায়নি। দলের নয় ছক্কার পাঁচটিই তার। মুলতানের নয় ছক্কা ও ছয় উইকেটের সুবাদে গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের প্রাপ্তি ১৫ লাখ রুপির অনুদান।

ঊষার আলো-এসএ