UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে – যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় আছে। সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আজ (মঙ্গলবার) বিকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর উপদেষ্টাগণের সাথে সশস্ত্র বাহিনী এবং যশোর জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। অপরাধী ব্যতীত কোন নির্দোষ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে সজাগ থাকতে হবে। তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন থানা থেকে ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। তিনি আরও বলেন, বর্তমানে মাদক দেশের অন্যতম বড় সমস্যা। তাই মাদকদ্রব্যের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে হবে। উপদেষ্টা সবাইকে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে অনুরোধ করেন।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণায়রের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনী-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।