UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলতলায় যুবককে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী ৬ ঘন্টার মধ্যে আটক

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ফুলতলা চাঞ্চল্যকর গুলি করে সুমন হত্যা মামলার প্রধান আসামি মোমিন গাজী (২৮) কে গ্রেফতার করেছেন র‌্যাব। র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে যশোর কোতয়ালী থানাধীন দাইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে ফুলতলা উপজেলা পিপরাইল গ্রামের বাসিন্দা মো: নাজিম গাজীর পুত্র।
বৃহস্পতিবার র‌্যাব-৬ এর সদর দপ্তর থেকে এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় নিহত মোঃ সুমন মোল্যা এবং আসামী মোমিন গাজী প্রায় সময় এক সাথে চলাফেরা করত। আসামি এলাকায় সন্ত্রাস, মাদক কারবারী, চুরি, চাঁদাবাজির সাথে জড়িত। চোরাই নৌকা এবং স্যালো মেশিন ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুমনের সাথে মোমিনের বিরোধ চলে আসছিল। সুমন গত ২২ এপ্রিল সকাল ১১টায় তার শ্যালক ইকরামুল খান এর মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে জামিরা বাজারে যায়। বাজার থেকে কাজ শেষে সুমন মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে এবং দুপুর পৌনে ১টায় ফুলতলা থানাধীন পিপরাইল (পশ্চিমপাড়া) এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা প্রধান আসামি মোমিন গাজী ও অজ্ঞাতনামা আরও ২ জন আসামি সুমনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি সুমনের চোয়ালে লেগে চোয়ালসহ গলা এবং শ্বাসনালীর মাংস ছিড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-৬ একটি অভিযাানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এই ধারাবিহকতায় সুমন হত্যাকা-ের ৬ ঘন্টার মধ্যে হত্যাকা-ে মুল আসামি মোমিন গাজীকে যশোর থেকে গ্রেফতার করেন। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঊআ-বিএস