UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিএসসির সংস্কারের দাবিতে আমরণ অনশনে ঢাবির ৩ শিক্ষার্থী

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২৪, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার, ৪৪তম বিসিএসের ভাইভা দ্রুততম সময়ের মধ্যে শেষ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি শুরু করেন তারা। তারা বলেন, তাদের দাবি আদায় না হলে তারা এ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহআলম বলেন, ‘আমি ৪৪তম বিসিএসের ভাইভা প্রার্থী, ৪৫তম বিসিএসের লিখিত দিয়েছি এবং ৪৬তম বিসিএসের লিখিত দেব।

আমাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো পিএসসির সংস্কার। আমরা সবাই জানি, ৪৬তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাসেঁর সাথে জড়িত সবাই বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং এ স্বীকৃত ঘটনার পরেও পিএসসি প্রথম ধাপে ১১ হাজার এবং পরবর্তী ধাপে ১১ হাজার শিক্ষার্থীকে উত্তীর্ণ করেছে।
তিনি আরো বলেন, ‘একটি বিসিএসের রেজাল্ট একবার হয়। কিন্তু তারা ২ বার দিলো কোন যুক্তিতে। এখন তারা আবার বলে প্রশ্ন ফাঁস হয়নি যদি না হয়ে থাকে তাহলে তারা দ্বিতীয়বার রেজাল্ট প্রকাশ করল কেন। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সবাইকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করা হোক।
আমরা চাই, একটি ফ্রেশ টেবিলে বসে বিসিএস পরীক্ষা দিতে এবং ভবিষ্যতে যেন আর এ রকম জটিলতা সৃষ্টি না হয়।’

অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল করিম বলেন, ‘আমরা পিএসসির সংস্কার চাই। আর প্রশ্ন ফাঁসের পরেও কেন ৪৬তম বিসিএস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার জবাবদিহি চাই। আমরা চাই কোনো সংশয় না রেখে স্বচ্ছতা দেখানো হোক।’

ঊষার আলো-এসএ