ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা টেস্টকে বিদায় জানিয়েছেন। তার অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানা আলোচনা। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এক আবেগঘন পোস্টে রোহিতকে তিনটি শব্দে ব্যাখ্যা করেন।
গম্ভীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোহিতের একটি ছবি পোস্ট করে লেখেন, — ‘একজন মাস্টার, একজন নেতা ও এক রত্ন।’ এই পোস্টটি ইতোমধ্যে ৯ লাখের বেশি বার দেখা হয়েছে এবং অসংখ্য মন্তব্য পড়েছে।
রোহিত নিজেও তার টেস্ট ক্যারিয়ারের অবসান ঘোষণা করেন ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে। সেখানে তিনি লেখেন, ‘সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল বড় একটি সম্মান। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
৩৮ বছর বয়সী রোহিত ২০২৪-২৫ মৌসুমে টেস্টে মোট ১১ ইনিংসে গড় করেছিলেন মাত্র ১০.৯৩। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে দল থেকে বাদ পড়েন তিনি। অবসরের আগে তিনি ৬৭টি টেস্ট খেলেছেন, যেখানে করেছেন ৪৩০১ রান, ১২টি শতক এবং ১৮টি অর্ধশতক ছিল তার ঝুলিতে। টেস্টে তার গড় ছিল ৪০.৫৭।
২০২২ সালের মার্চে বিরাট কোহলির কাছ থেকে টেস্ট অধিনায়কত্ব পান রোহিত। তার অধীনে ভারত ২৪টি টেস্ট খেলে ১২টি জয়, ৯টি হার এবং ৩টি ড্র করে। এই সময়ে রোহিত ব্যাট হাতে করেন ১২৫৪ রান।
গম্ভীর আরও বলেন, একজন খেলোয়াড় কবে খেলবে বা কবে থামবে, সেটা একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘যতদিন পারফর্ম করবে, ততদিনই খেলতে পারবে। কেউ থামাতে পারবে না। যদি ৪৫ বছরেও পারফর্ম করে, তাহলে খেলতেই পারে।’
ঊষার আলো-এসএ