গত সপ্তাহে পাক-ভারত উত্তেজনার মধ্যে ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছিল পাকিস্তান। এবার সেই বিমানঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক মাধ্যমে মোদি লিখেছেন, ‘আজ সকালে আমি এএফএস আদমপুর পরিদর্শন করেছি এবং আমাদের সাহসী যোদ্ধা ও সৈনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। যারা সাহস, দৃঢ়প্রতিজ্ঞ ও ভয়হীনতার প্রতীক তাদের কাছে যাওয়াটা একটা বিশেষ অভিজ্ঞতা।’
এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা এবং এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যদিও উল্টো কথা বলেছিল ভারত।
ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের এমন দাবির বিপরীতে তখন বলেছিল, ওই ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান, তবে তারা সেটি ভণ্ডুল করে দিয়েছে।
ঊষার আলো-এসএ