UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্যামনগর বুড়িগোয়ালিনী থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল আটক

koushikkln
মে ২২, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে সাত মৌয়াল ও ১৫ বস্তা চিনিসহ মধু তৈরির সরঞ্জামাদী আটক করেছে বনবিভাগ।

গোপন সংবাদের ভিত্তিতে মৌয়ালদের হাতে নাতে আটক করতে সম্ভব হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ। স্টেশন কর্মকর্তা আরো বলেন, বৃস্হপতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু কাটার পাশ নিয়ে গাবুরা ৯নং সোরা এলাকার আব্দুল হাকিম শেখের ১৫ জনের একটি মৌয়াল দল সুন্দরবনে প্রবেশ করে ১৫ বস্তা চিনি ও মধু তৈরির সরঞ্জাম নিয়ে, শুক্রবার (২১ মে) সন্ধ্যায় আমরা বনবিভাগ আটক করে রাতে নিরাপত্তার স্বার্থে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে রাখা হয়। আটককৃতরা হলেন মৃত্যু নুরমান মোড়লের পুত্র সত্তার মোড়ল (৪৫), মৃত্যু হাজের বদ্ধির পুত্র কুবাত আলী (৫০) , মৃত্যু এলাহী বক্স মালীর পুত্র শাহাদাত মালী (৫০), মৃত্যু সফদুল গাজীর পু্ত্র সাহেব আলী (৫২), মৃত্যু ফুলচাদ গাজীর দুই পুত্র ইয়াসিন গাজী (৪৫) ও মজিদ গাজী (৫০)। সবাই গাবুরা ইউনিয়নের ৯নং সরা গ্রামের বাসিন্দা অপর জন পাতাখালী ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের মোসলেম সানার পুত্র আবু বক্কর (৫২)। আটককৃতদের কাছ থেকে ২টি নৌকা, ১৫ বস্তা চিনি, ৩৫টা ড্রাম, দাঁড় ৯টা, বৈঠা ৪টাসহ কুড়াল ও বল্বব উদ্ধার করা হয়। ঘটনা সূত্রে জানাযায় গাবুরা ইউনিয়নের কিন্তু শেখের ছেলে হাকিম শেখ ও জিয়াদ মোড়লের ছেলে মোহাম্মদ মোড়ল দীর্ঘদিন ধরে কিছু অসাধু মৌওয়ালীদের দিয়ে অভিনব কায়দায় ভেজাল মধু তৈরী কারবার চালাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এরা দীর্ঘদিন ধরে ভেজাল মধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আটককৃতরা ও তাদের সহযোগিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

(ঊষার আলো- এস এস)