ফিলিস্তিনের গাজার ওপর দখলদার ইসরাইল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলকে ‘দখল’ করে সেটিকে ‘ফ্রিডম জোন’ ঘোষণা করতে চান।
ট্রাম্প বলেছেন, ‘আমার কাছে গাজা নিয়ে একটি আইডিয়া আছে, আমি মনে করি এটা বেশ ভালো। আমেরিকাকে বিষয়টি নিয়ে ভাবকে দিন এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানাই। এটিকে ফ্রিডম জোন বানাই।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউনাইটেড স্টেটস যদি এটি পেলে গর্বিত হব। আমেরিকা এটি নিয়ে নিক, দখল করুক এবং এটিকে ফ্রিডম জোন বানাক।’
এরআগে, সফরে তিনি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরান যদি নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, তবে তার দেশের বিরুদ্ধে আবারও ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। ট্রাম্প আরও বলেন, আমি ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনব। সময় খুব কম—তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।
যদিও ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফরের কোনো কর্মসূচি নেই, তবে তার বক্তব্যে স্পষ্ট—এই অঞ্চলের কূটনীতিতে তিনি দ্বিতীয় মেয়াদেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তবে গাজা যুদ্ধের কারণে ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।
ঊষার আলো-এসএ