UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩

ঊষার আলো রিপোর্ট
মে ২৬, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোবববার রাতে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

এসপি জানান, গত ২০ মে রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহণের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে আশুলিয়া, নরসিংহপুর ও বাইপাইল থেকে কিছু যাত্রী ওঠে। প্রায় ১০ নারীসহ ৩৮ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশে থাকা আট থেকে ১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।  প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, সোনা ও অন্য মালামাল লুট করে। তারা বাসটি ঘুরিয়ে ন সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়।

মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঊষার আলো-এসএ