UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বাংলাদেশ নিজেদের কন্ডিশনে ভয়ংকর দল’

ক্রীড়া ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার সকালে প্রথম বহরে ঢাকায় এসেছে পাকিস্তানি ক্রিকেটারদের একটি অংশ।

ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের সালমান আলি আগা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম সাইয়ুব, খুশদিল শাহ, আবরার আহমেদ, ফাহিম আশরাফসহ কোচিং স্টাফদের কয়েকজন। বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর। ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে, তারা অনেক ভালো দলকে হারিয়েছে। আমরাও জানি, এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ। কখনো সব কিছু নিয়ন্ত্রণে থাকবে না। জীবন যেমন চলে, ক্রিকেট ক্যারিয়ারও তেমনি। মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। চিন্তা না করে মাঠে ফল দিয়ে জবাব দিতে চাই।’

সিরিজ শুরু হবে ২০ জুলাই, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ঊষার আলো-এসএ