UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থীর নির্বাচনি সভা

ঊষার আলো রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদ থেকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকারের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুরের পশ্চিম দামোদরপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ছামছুজ্জামান সিদ্দিকী মামুন ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান, আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিন প্রধান খোকন, যুব অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার সদস্য সচিব এইচএম শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ পরিষদের আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুরুজ্জামান সরকার বলেন, জনগণের সব অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের কোনো বিকল্প নেই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রত্যাশা করছি। আমি এমপি নির্বাচিত হলে এলাকার শিক্ষা-স্বাস্থ্য, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর।

ঊষার আলো-এসএ