UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রীর

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ইসরাইলি মন্ত্রী এমন আহ্বান জানালেন। খবর মিডল ইস্ট মনিটরের।

এক ভিডিও বার্তায় বেন গাভির বলেন, ‘সিরিয়ার ভয়াবহ দৃশ্যগুলো প্রমাণ করে—একবার জিহাদী মানেই চিরকাল জিহাদী।’ তিনি দাবি করেন, ‘যে হত্যা করে, গোঁফ কামিয়ে দেয়, অপমান করে ও ধর্ষণ করে—তার সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। একমাত্র সমাধান হলো আল-জুলানিকে নির্মূল করা।’

বেন গাভির তার ভিডিও বার্তায় সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে তার আগের নামে উল্লেখ করেন।

বেন গাভির আরও বলেন, ‘আমি ইসরাইলের দ্রুজ জনগণকে ভালোবাসি এবং আন্তরিকভাবে তাদেরকে আলিঙ্গন করি। আমি তাদের বলছি, আমাদের সাপের মাথায় আঘাত করতে হবে।’

এর আগে সোমবার ইসরাইলের প্রবাসী ইহুদিদের বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি-ও প্রেসিডেন্ট শারাকে হত্যার আহ্বান জানিয়েছিলেন। তিনি শারাকে ‘একজন সন্ত্রাসী ও নৃশংস খুনি’ হিসেবে আখ্যা দেন।

বুধবার ইসরাইলি সেনাবাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদা ও দারার পাশাপাশি রাজধানী দামেস্কের কেন্দ্রে প্রায় ১৬০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এতে রাজধানী দামেস্কে একজন নিহত এবং ১৮ জন আহত হন।

ঊষার আলো-এসএ