বিশেষ প্রতিনিধি:করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দরিদ্র-অসহায় মানুষদের এক কোটি ৪ লক্ষ ৯৮ হাজার ৫৭৮টাকার জরুরী খাদ্যসহ বিভিন্ন ধরণের সহায়তা দিয়েছে উন্নয়ন সংগঠন ‘গুড নেইবারস্-বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে ১০ হাজার ৬১৪ পরিবারকে এই সহায়তা ছাড়াও কোভিড-১৯ মহামারির শুরু থেকে সচেতনতা সৃষ্টি, হাইজিন কীট বিতরণ ও টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে।
রবিবার (২৩ মে) সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা সংক্রমণ শুরু হলে গত বছরের পহেলা এপ্রিল থেকে অসহায়-দরিদ্র মানুষদের সহায়তা কার্যক্রম শুরু করে গুড নেইবারস। এই কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কর্ম এলাকায় কমিউনিটি একশন টিম গঠন করা হয়। কমিউনিটি একশন টিমের নেতৃত্বে নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে দরিদ্র মানুষদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। গত বছরের ন্যায় এবারো জরুরী সহায়তা প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি সাবান ও ডিটারজেন্ট পাউডার ছিলো। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে গুড নেইবারস-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈন উদ্দিন মইনুল বলেন, কোভিড-১৯ মহামারির শুরু থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। গত বছর ৩৮ হাজার পরিবারকে দুই কোটি ৬৯ লাখ ১২ হাজার ২৪৬ টাকার সহায়তা দেওয়া হয়। এছাড়া সচেতনতামূল কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছি। এবারো দরিদ্রদের সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংকট মোকাবেলায় সমাজের বিত্তবানদের অসহায়-দরিদ্র মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।