UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে মাদ্রাসার শিশু নির্যাতন: গৃহীত পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ

usharalodesk
মার্চ ১১, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্ট্রগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপ আগামী রোববারে জানাতে হাইকোর্টের ডিসি এসপি ওসি সহ ৩ জনকে নির্দেশ দিয়েছে আদালত।
১১ মার্চ বৃহস্পতিবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আটক ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারী আইনে মামলা করা হয়েছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসা ও নিরাপত্তা দেয়া হয়েছে কিনা তা আগামী রোববারের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এসময় আদালত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বার বার এমন ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়েছে। পরে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ছাত্রকে বেত্রাঘাত করে শিক্ষক ইয়াহিয়া। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

(ঊষার আলো-এম.এইচ)