ঊষার আলো ডেস্ক : মোবাইল ফোনে গেমস খেলতে না দেয়ার জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে মোন্নাফ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুর থানা পুলিশ উপজেলার হাবিবুল্লাহগর গ্রাম হতে ওই স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মোন্নাফ হোসেন সেই গ্রামের শাহীন রেজার ছেলে এবং শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহীন পারভেজ বলেন, মোন্নাফ হোসেন দীর্ঘদিন ধরে মোবাইলে বিভিন্ন গেমস-এ আসক্ত হয়ে যায়। এই অবস্থায় প্রায় এক সপ্তাহ আগে বাবা শাহীন রেজা তার কাছ হতে মোবাইল ফোনটি কেড়ে নেন। বুধবার (১০ মার্চ) বোনের কাছ হতে মোবাইল ফোন নিয়ে আবারও গেমস খেলা শুরু করে মোন্নাফ। বিষয়টি টের পেয়ে তার বাবা শাহীন রেজা ফের মোবাইলটি কেড়ে নেন ও বকাঝকা করেন। রাতের খাবার খেয়ে স্বাভাবিকভাবেই নিজ ঘরে শুতে যায় মোন্নাফ। সকালে ঘুম হতে না ওঠায় স্বজনেরা ডাকাডাকি করেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মোন্নাফকে দেখতে পায়। তিনি আরো বলেন, খবর পেয়েই দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এফএসপি)