UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষাসৈনিক লোকমান হাকিমের মৃত্যুতে বৃহত্তর খুলনা উন্নয়নের শোক

usharalodesk
মে ২৬, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি, ভাষাসৈনিক, প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক ফুটবলার লোকমান হাকিম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৬ মে) ভোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। কমিটির সভাপতির মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন কমিটির সাবেক মহাসচিব হায়দার গাজী সালাউদ্দিন রুনু, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি এড. অলোকা নন্দা দাস, কবি রহুল আমিন সিদ্দিকী, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মোজাম্মেল হক, শওকত হোসেন, খালিদ হোসেন, অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, শেখ মোঃ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খোকন, নির্বাহী সদস্য সেলিম বুলবুল, হাফিজ মাহমুদ স্বপন, এস এম কামরুল ইসলাম, আহম্মদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মোঃ আব্দুস সবুর, মুন্সী আহম্মদ হোসেন, শামসুর রহমান বাবুল, মনির হোসেন, তপন পাল, শাহ জাফর মাহমুদ মেহেতা, সরদার মোশাররফ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রানা তালুকদার, এস এম কামাল হোসেন, মোঃ সজল শেখ, মিরাজ হোসেন হৃদয়, মোঃ রিজভী, ইমন খলিফা, মোঃ শাহেন শাহ, মোঃ ফজলুর রহমান, সোহাগ মল্লিক প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)