UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বলেশ্বর নদীতে ভেসে এলো মৃত হরিণ

ঊষার আলো
মে ২৬, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে সাগরসহ উপকুলীয় নদ-নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনও প্লাবিত হয়েছে। আর এ প্লাবনেই বলেশ্বর নদীর জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি সুন্দর বনের মৃত মায়াবী হরিণ হরিণ।
খোজঁ নিয়ে জানা যায়, ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের পাশে বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার রায়েন্দা ইউনিয়নের ঝিলবুনিয়া এলাকার খান বাড়ির সামনে বুধবার (২৬ মে) বিকেলে স্থানীয় কিছু শিশুরা খেলা করছিল। এ সময় তারা নদী থেকে একটি হরিণ ভেসে যেতে দেখে পরে তা কিনারে তুলে আনে।
ধারনা করা হচ্ছে জোয়ারের পানি সুন্দরবনে ঢুকে পড়ার কারণে এই বাচ্চা হরিণটি কোন কিনারা না পেয়ে মারা গেছে এবং পরবর্তীতে বলেশ্বর নদীর পানিতে ভেসে লোকালয়ের দিকে আসছে। তবে উদ্ধারকৃত মৃত হরিণটির ওজন (আনুমানিক) ১৮ থেকে ২০ কেজি।
পুর্ব বনবিভাগের (ডিএফও) মুহম্মদ বেলায়েত হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে ব্যাপক পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই হরিণটি মারা যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে আমরা খবর পেয়ে একদল বনরক্ষী ওই এলাকায় ইতিমধ্যে পাঠিয়েছি এবং শরণখোলা রেঞ্জ এলাকায় হরিণের মৃত দেহটি মাটি চাপা দেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)