UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের প্রতিক্রিয়ায় হতাশ যুক্তরাষ্ট্র

usharalodesk
মার্চ ১, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পরমাণু চুক্তির ইস্যুতে শক্ত অবস্থান ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। ইরান জানিয়েছে, তাদের ওপর হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আলোচনায় বসা তাদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে বাইডেন প্রশাসন বলেছে, তারা এ বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই মার্কিন সরকার এই অবস্থান ঘোষণা করে।

মুখপাত্র খাতিবজাদেহ বলেছেন, ‘পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত সময় মনে করছে না তেহরান।’

তার বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘আমরা ইরানের এমন প্রতিক্রিয়ায় হতাশ হলেও সমঝোতায় ফিরে আসার জন্য অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছি। ব্যাপারটি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি ৫ দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং জার্মানির সঙ্গে আলোচনা করা হবে।’

(ঊষার আলো-এফএসপি)