UsharAlo logo
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিব শতবর্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা পেল প্রধানমন্ত্রীর উপহার

usharalodesk
মে ৩০, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মণিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২০ পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে। একই সাথে ১৭৬ জন নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে চার লাখ টাকা শিাক্ষাবৃত্তি ও ১০ ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য শনিবার (২৯মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘর, টাকা ও সাইকেল বিতরণ করেন। পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহ কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভ’মি) পলাশ দেবনাথ, থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। মণিরামপুর এসিল্যান্ড অফিসের অফিস সহকারী ফাহিম আল মোমিন বলেন, মুজিব শতবর্ষ উপলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ঢাকুরিয়া, মশ্মিমনগর, শ্যামকুড়, দূর্বাডাঙা, কুলটিয়া, মনোহরপুর ও পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ঘর দেওয়া হয়েছে। প্রতিঘরে ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দ আসা চার লাখ টাকা ১৭৬ জন শিার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। যারমধ্যে প্রাথমিক স্তরের ৯১ জন এক হাজার ২০০ টাকা, মাধ্যমিক স্তরের ৬৫ জন তিন হাজার টাকা ও উচ্চমাধ্যমিক স্তরের ২০ জন চার হাজার ৮০০ টাকা করে পেয়েছেন। একইসাথে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নৃ-গোষ্ঠী ১০ ছাত্রীর হাতে সাইকেল তুলে দিয়েছেন প্রতিমন্ত্রী।

(ঊষার আলো-আরএম)