UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা সাহিত্যের এক অমূল্য ঝিনুক শক্তি চট্টোপাধ্যায়

usharalodesk
মে ৩০, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সময় তার নিজ গতিতেই চলে তবে এই চলার পথেই মিলে যায় বাংলা সাহিত্যের কিছু অমূল্য ঝিনুক। ঠিক এমনই একজন হলেন শক্তি চট্টোপাধ্যায়।

১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগরে তার জন্ম।
শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রধান আধুনিক কবি ছিলেন। বিংশ শতাব্দীর শেষদিকে তিনি বিশেষভাবে পরিচিত ও আলোচিত ছিলেন। ষাটের দশকে যে ৪জন কবিকে হাংরি আন্দোলনের জনক বলে মনে করা হয়। শক্তি চট্টোপাধ্যায় তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে অন্যতম।

শক্তি চট্টোপাধ্যায় তার জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে অন্যতম ১৯৭৫ সালে তিনি লাভ করেন আনন্দ পুরস্কার। ১৯৮২ সালে তার প্রকাশিত ‘যেতে পারি কিন্তু কেন যাবো’ কাব্যগ্রন্থ ইংরেজি ও মৈথিলী ভাষায় অনুবাদিত হয়। ১৯৮৩ সালে এই কাব্যগ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাদেমি পুরস্কার লাভ করেন। এ গুণি ব্যক্তি ১৯৭০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে কাজ করেছেন।
শক্তি চট্টোপাধ্যায় ১৯৯৫ সালের ২৩ মার্চ কলকাতায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঊষার আলো-এফএসপি)