ঊষার আলো প্রতিবেদক : খুলনার জেলা প্রশাসক মোহম্মদ হেলাল হোসেনকে বদলী করা হয়েছে। নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
সোমবার (৩১ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্ব পালনের আগে মোঃ মনিরুজ্জামান তালুকদার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। মোঃ মনিরুজ্জামান তালুকদার ২১ তম বিসিএসের মাধ্যমে কর্মজীবনে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তার স্ত্রী গৃহিনী। তাদের একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। মোঃ মনিরুজ্জামান তালুকদারের ঝালকাঠি জেলার সন্তান।
এর আগে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।
খুলনায় যোগদান প্রসঙ্গে মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, যোগদানের তারিখ এখনও ঠিক হয়নি। আমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে চলে আসবো।