UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুগদায় ৮ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ঊষার আলো
জুন ১, ২০২১ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর দক্ষিণ মুগদায় ৮ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মো. সবুজ (২৭) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। ৩১ মে সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সবুজ ১০৩/৩ দক্ষিণ মুগদার মৃত শারাফাতুল্লাহ ছেলে।
হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট বোন বিথী বলেন, তার ভাই শারীরিক প্রতিবন্ধী ছিল, বাসার সবার অগোচরে যেকোনো সমযে় ৮ তলার ছাদে গিয়েছিল। সেখান থেকে লাফিয়ে নিচে
পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)