UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকতলা সেনপাড়া জুয়ার আসরে পুলিশের অভিযান ; ৭ জুয়াড়ি গ্রেফতার

ঊষার আলো
জুন ১, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা পশ্চিম সেনপাড়া রেল লাইনের পূর্বপাশে মেঘনা কোম্পানীর ফাঁকা জায়গার পরিত্যাক্ত টিনের ঘরে মধ্যে দীর্ঘদিন ধরে চলা জুয়ার আসরে সোমবার (৩১ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে আটককৃত ৭ জুয়াড়িকে আসামি করে জুয়ার আইনে মামলা দায়ের করেন, মামলা নং- ০২।
মানিকতলা পশ্চিম সেনপাড়া রেল লাইনের পাশের বসবাসরত স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ এই সংঘবদ্ধ চক্রটি মানিকতলা পশ্চিম সেনপাড়া রেল লাইনের পূর্বপাশে মেঘনা কোম্পানীর ফাঁকা জায়গার পরিত্যাক্ত টিনের ঘরে মধ্যে বসে জুয়ার আসর সাজিয়ে জুয়া খেলা অব্যহত রেখেছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করে এক শ্রেনীর অসাধু ব্যক্তিদ্বয় দিনের অধিকাংশ সময়ে উক্ত স্থানে খেলা চালিয়ে আসছিল। অভিযান হতে নগদ অর্থ, তাস সহ কয়েকটি মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, বাদী অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক মামলার অগ্রগতির বিষয়ে গৃহিত ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-এমএনএস)