UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে র্গাডার ধসে পড়ে চীনা নাগরিকসহ আহত ৪

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে গার্ডার ধসে ৪ জন আহত হয়েছে। আজ ১৪ মার্চ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর এলাকয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়েছে। এতে ২’জন বাংলাদেশি এবং ২’জন চীনা নাগরিক আহত হয়েছেন।
পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে চলে আসেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে সেখান যারা কাজ করছিলেন তাদের অদক্ষতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সাইফুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী প্রবাসী বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দরের বিপরীত পাশে বিকট শব্দ হয়। তাকিয়ে দেখি ধুলো উড়ছে, মানুষ এদিক-সেদিক দৌঁড়াদৌড়ি করছে। পরে, কাছে গিয়ে দেখি গার্ডার ধসে পড়েছে। আহতেদের মধ্যে চীনা ২’জন নাগরিকের অবস্থা অনেক খারাপ ছিল। সাথে সাথে আমরা তাদের অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি।
তিনি বলেন, গার্ডারের উপর ১৫ থেকে ২০ জন লোক ছিল। যারা সবাই কম-বেশি আহত হয়েছেন। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় তারা উপর থেকে নীচে ছিটকে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেছেন, আহতদের মধ্যে ২ জন চীনা নাগরিক রয়েছে, বাকিরা সব বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

(ঊষার আলো-এম.এইচ)