UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

ঊষার আলো
জুন ২, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩২৮ গ্রাম স্বৰ্ণসহ তিন চোরাকারবারিকে আটক করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ সময় ৫টি আইফোন ও ৩টি ট্যাব জব্দ করা হয়। বুধবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব চোরাচালানের পণ্য জব্দ ও তিন জনকে আটক করা হয়।
এনএসআই সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরাকারবারি চক্র স্বৰ্ণ পাচার করতে পারে এমন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের একটি টিম বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। সন্ধ্যায় তারা স্বৰ্ণ হস্তান্তরের সময় ওৎপেতে থাকা এনএসআই টিম ১ কেজি ৩২৮ গ্রাম স্বৰ্ণ, ৫টি আইফোন ও ৩টি ট্যাবসহ ওই তিন জনকে আটক করেন।

(ঊষার আলো-এমএনএস)