UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় নির্মাণাধীন স্কুলের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভোলার তজুমদ্দিনের দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকরা নির্মাণাধীন ভবনের সেপটিক টাংকে নামে সেন্টারিংয়ের খুঁটি খুলতে। পরে ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছেন। ৩ জনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।

(ঊষার আলো-এম.এইচ)