UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কঠোর বিধিনিষেধে অনেকটা  জনশূণ্য মোংলা :কমছে সংক্রমণের হার

koushikkln
জুন ৪, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : করোনা সংক্রমন প্রতিরোধে মোংলায় চলমান কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন চলছে । শুক্রবার (৪ জুন) সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়ন কে কঠোর বিধি নিষেধয়ের আওতায় আনা হয়েছে। এর ফলে অনেকটা জনশুণ্য হয়ে পড়েছে পৌরশহর  ও ইউনিয়ন গুলোর রাস্তাঘাট। চলাচল বন্ধ রয়েছে রিকসা-ভ্যানসহ সব ধরনের যানবাহন। ওষুধের দোকান ব্যাতিত সব ধরনের দোকানপাটও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে ৬দিন করা হচ্ছে করোনা সনাক্তকরণ পরীক্ষা।আক্রান্তদের হোমকোরাইন্টেইন নিশ্চিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এতে কমতে শুরু করেছে আক্রান্তের হার।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: জীবিতেষ বিশ্বাস জানান, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরিক্ষা শুরু করা হয়।  ২৯ মে পর্যন্ত  এক মাস নয় দিনে ১৮২ জনের  করোনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২৯ মে নমুনা দেয়া ৪২ জনের মধ্যে পজেটিভ হয়েছে ৩১ জনের। পরীক্ষণ বিবেচনায়  যা শতকরা আক্রান্তের হার ৭৩.৮০ ভাগ। এর পর ১ জুন  ৫৯ জনের পরিক্ষায় ৩৩ জন পজিটিভ হন। এতে পরীক্ষণ বিভেচনায় আক্রান্তের হার প্রায় শতকরা ৫৬ ভাগ। যা আগের দিনের তুলনায় পরীক্ষণ বিবেচনায় শতকরা প্রায়  ১৮ ভাগ আক্রান্তের হার কমেছে। ৩ জুন ২৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের পজিটিভ আসে। অথাৎ পরিক্ষা বিবেচনায় আক্রন্তরে হার ৪০ শতাংশ। অথাৎ আগের দিনের তুলনায় পরিক্ষন বিভেচনায় আক্রান্তে হার ১৬ শতাংশ কম। আগামী  রবিবার ( ৬ জুন) চলমান ৮ দিনের বিধিনিষেধ শেষ হবে।