আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মোল্লাহাট উপজেলা পল্লীতে অভিযান চালিয়ে সাগর সেখ(২৫) নামের একজ পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে। তার নিকট থেকে ১০৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
রবিবার (১৪ মার্চ) দুপুরে তাকে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে। সাগর সেখ উপজেলার কামার গ্রামের ইউপি সদস্য ফিরোজ আহম্মেদের ছেলে। অভিযানে নেতৃত্বদানকারি গোয়েন্দা পুলিশের এসআই গাজী ইকবাল বিকেলে জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে মাদক বিক্রেতা সাগর’কে তার বাড়ি থেকে ই্য়াবা ও গাজাসহ আটক করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় তার বিরদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়। মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর জানান, সাগর কে আদালতে প্রেরন করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।