UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগে সাততলা বস্তিতে আগুন: ফায়ার সার্ভিস ডিজি

usharalodesk
জুন ৭, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে লাগা আগুন অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
আজ ৭ মার্চ সোমবার সকাল ৭টায় ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেছেন, মাত্র ১৩ মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং তখন থেকে আমরা কাজ শুরু করেছি। মোট ফায়ার সার্ভিস এর ১৮ টি ইউনিট কাজ করে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, এই ২ টার থেকে যেকোনো একটি কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, বস্তিতে টিনের ঘর অনেক বেশি সেপারেশন হওয়ায় আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৮টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত আগুনে কোন হতাহতের ঘটনা আমাদের চোখে পড়েনি, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়, তবে শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্রসব পুড়ে গেছে।

(ঊষার আলো- এম.এইচ)