UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু ২৫, আহত ৫০

usharalodesk
জুন ৭, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাকিস্তানে ২টি ট্রেনের সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন।
আজ ৭ জুন সোমবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ বলেন, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে আরেক লাইনে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন এটিকে তীব্রগতিতে আঘাত করে। এতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধারকাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারকাজ চলছে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উদ্ধারকারীরা বলছে, ট্রেন ২ টি এমন ভাবে দুমড়েমুচড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

(ঊষার আলো- এম.এইচ)