UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ২৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৭৩

ঊষার আলো
মার্চ ১৫, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এদিনে করোনায় আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৭৭৩ জন।
সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নতুন করে সুস্থ হয়েছে এক হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। মোট মৃতের সংখ্যা আট হাজার ৫৭১ জনে ও মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৭৭ শতাংশ ও মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।

(ঊষার আলো-আরএম)