UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে জাটকা পাচারকালে আটক ২

usharalodesk
জুন ৮, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিয়াদুল হক, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে জাটকাসহ মিশ্র জাতের ছোট মাছ পাচারাকালে ৭ ড্রাম গুরামাছসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমান প্রদান করা হয়। আটকৃতরা হলো, উপজেলার আইরন গ্রামের মজিদ মোল্লার ছেলে হারুনুর রশিদ মোল্লা এবং নৈকাঠীর নুর মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন ফকির।
জানাগেছে, সোমবর রাতে উপজেলার শিয়ালকাঠী দারুচ্ছুন্নাত মাদ্রাসার সড়ক থেকে টমটমে করে ৭টি ড্রাম ভর্তি লক্ষাধিক টাকার গুরামাছ পাচারকালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে গুরামাছসহ ২ জনকে আটক করে ভ্রম্যামান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখ আটকৃত দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা এবং হারুনুর রশিদকে ২ হাজার টাকা জরিমান করে। মাছগুলো গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন এতিমখানায় ও দু:স্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

(ঊষার আলো-এমএনএস)