UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ৮ জুন মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কোনাবাড়ীর কাশিমপুর রোডে অবস্থিত জার্সি নিট ফ্যাশন লিমিটেড নামের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার স্টেশন সূত্র জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। জয়দেবপুরের ৩টি, কালিয়াকৈরের ১ টি এবং কাশিমপুর ডিবিএল এর ১ টিসহ মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগুন লাগার সময় রাতে কারখানাটির ভেতরে কোনো শ্রমিক ছিল না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

(ঊষার আলো- এম.এইচ)