UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আরও ৩৬জনের মৃত্যু, আক্রান্ত ২,৫৩৭

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ঘন্টায় দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৫৩৭ জন। বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৪৯ জনে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ১৭ হাজার ৮১৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিনে ২০ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে বিশ হাজার ৫৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ .৩৩ শতাংশ। এ পর্যন্ত দেশেমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ০৬ হাজার ৭৯১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ।

(ঊষার আলো-আরএম)