UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষের ঘর পাচ্ছে ৩শ’ ভূমিহীন পরিবার

ঊষার আলো
জুন ৯, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ২য় পর্যায়ে ৩শ’ ভূমিহীন পরিবার মুজিববর্ষের ঘর পাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি খাস জমির ওপর এসব ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘর হস্তান্তর করা হবে। এ লক্ষে দ্রুত গতিতে এগিয়ে চলছে গৃহ নির্মাণ কাজ। বুধবার (৯ জুন) সকালে উপজেলার বাইশারাবাদ ও গোলাবাটি এলাকার গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় তিনি নিজেই নির্মাণ কাজ তদারকি করাসহ গণমাধ্যম কর্মীদের গৃহনির্মাণ প্রকল্পের কার্যক্রম সংক্রান্ত অবহিত করেন। একই সাথে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। উল্লেখ্য, ২য় পর্যায়ে অত্র উপজেলার ৩শ দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য রঙিন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ সব ঘর নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী’র উদ্বোধনীর আগেই প্রকল্পের সকল কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

(ঊষার আলো-এমএনএস)