UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাগলকে আটকে রেখে জরিমানা করায় ইউএনও বদলী

ঊষার আলো
জুন ১০, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ছাগলকে আটকে রেখে জরিমানা করায় অবশেষে বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনকে বদলি করা হয়েছে। উপজেলা পরিষদের বাগানের ফুলগাছ খাওয়ার অপরাধে তিনি একটি ছাগলকে পাঁচদিন আটকে রেখে ভ্রাম্যমাণ আদালতে ছাগলের মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছিলেন।
স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এনআইএলজি) উপ-পরিচালক পদে তাকে বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ জুন) তার বদলি সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। বুধবার (৯ জুন) বিকালে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ তার বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক সাংবাদিকদের জানান, এটি তার নিয়মিত বদলি। অন্য কারণে তাকে বদলি করা হয়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, ইউএনওকে বদলির খবর পেয়েছি। তবে কেন তাকে বদলি করা হয়েছে, তা আমার জানা নেই।
আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু বলেন, ইউএনওর বদলির কথা শুনেছি। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।
এ বিষয়ে জানতে ইউএনও সীমা শারমিনকে একাধিকবার ফোন দিলেও ধরেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

(ঊষার আলো-এমএনএস)