UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু

usharalodesk
জুন ১১, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও করোনা উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেছেন, মৃত ১৫ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ছিল। অন্য ৮ জন মারা গেছে করোনা উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ মারা যাওয়া ৭ জনের মধ্যে ৪ জনের বাড়িই রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নাটোরের ১ জন মারা গেছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৭ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৩ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

(ঊষার আলো- এম.এইচ)