UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও ১৯ জুন থেকে শুরু প্রথম ডোজের টিকাদান

usharalodesk
জুন ১৫, ২০২১ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আগামী ১৯ জুন থেকে দেশে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া। ওই দিন থেকে চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। ফাইজারের টিকা দেওয়া হবে কেবল ঢাকার ৪ টি কেন্দ্রে। এগুলো হচ্ছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
এ ক্ষেত্রে যাঁরা আগে নিবন্ধন করেও প্রথম ডোজ টিকা পায়নি তাঁরা অগ্রাধিকার পাবে। যাঁরা আগে এসএমএস পেয়েও টিকা দিতে পারেননি তাঁদের অগ্রাধিকার বেশি থাকবে। তাঁদেরও আবার এসএমএস পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
এ ছাড়া গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিসিপিএস মিলনায়তনে তাঁর মায়ের মৃত্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ১৯ জুন থেকে আবার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু করা হবে। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একই কথা বলেন।

(ঊষার আলো- এম.এইচ)