UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন এবার বিয়ারের বোতল সরালেন পগবা

ঊষার আলো
জুন ১৬, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর কাণ্ডে কোকাকোলার ক্ষতি হয় প্রায় ৩৪ হাজার কোটি টাকা। তিনি সংবাদ সম্মেলন টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে পানির বোতল হাতে নিয়ে বার্তা দেন, ‘পানি খান’ আর তার একদিন পরই পল পগবা সরালেন বিয়ারের বোতল।

গতকাল মঙ্গলবার জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরোর লড়াই জয় দিয়ে শুরু করেছে ফ্রান্স। আত্মঘাতী এক গোলে প্রতিপক্ষের মাঠে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দাপটের সাথেই খেলেছে ফ্রান্স। আর তাদের এই জয়ের নায়ক ছিলেন অধিনায়ক পল পগবা।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিশ্বকাপজয়ী এ তারকা ফুটবলার। সেখানে বসা মাত্রই দেখেন টেবিলের ওপর দু’টি কোকা কোলা ও একটি হ্যানিকেন বিয়ার এবং একটি পানির বোতল রাখা। এদিক ওদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হ্যানিকেনের বোতল সরিয়ে মাটিতে রেখে দেন পগবা। তারপর সংবাদ সম্মেলনে প্রশ্ন নেওয়া শুরু করেন।

উল্লেখ্য, এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হল হ্যানিকেন বিয়ার।

(ঊষার আলো-এফএসপি)