UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩ লাখ টাকা পেল বাঘের আক্রমণে নিহত পরিবার

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নিহত দুই পরিবারের মাঝে তিন লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে। নিহত পরিবারের মাঝে এই চেক বিতরণ করেন বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, চলতি বছরের ১৬ মার্চ ও ১৪ এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪৮ কম্পার্টমেন্টের আওতায় দুইজন বৈধভাবে পাস নিয়ে বনে প্রবেশ করেন। পরে তারা বাঘের আক্রমণে নিহত হন। ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্তদের জানমালের ক্ষয়ক্ষতি পূরণ বিধিমালা ২০২১’ মোতাবেক এই দুই পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ পরিবারপ্রতি দেড় লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন নিহত মো হাবিবুরের স্ত্রী হাজরা ও নিহত আবুল কালামের স্ত্রী খুকুমণি খাতুন।
হাজরা বিবি ও খুকুমণি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘স্বামীর মৃত্যুর পর আমরা বহু কষ্টে দিনযাপন করেছিলাম। বন বিভাগের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ করতে পারব।’
(ঊষার আলো-এমএনএস)