UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতা গ্রেফতার

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব আসামিদেরকে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জোড়াগেট এলাকার বাসিন্দা মৃত: আবুল শেখের পুত্র বাপ্পি শেখ(৩২), সোনাডাঙ্গা পল্লি মঙ্গল এলাকার মোশারফ হোসেনের পুত্র রবিউল ইসলাম অপু ওরফে সোনা মিয়া(২৫) এবং লবনচরা মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মদ আলীর পুত্র দিদার আলী মোল্লা(৪৫)। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)