পিরোজপুর প্রতিনিধি : কাউখালী উপজেলায় প্রথম ধাপে সোমবার (২১জুন) ২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২নং আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ব্যাংক হিসাবে হিন্দুদের উপর অব্যাহত হুমকি ধামকি, ভয়ভীতি ও টেবিলে ভোট প্রদান সহ বিভিন্ন চাপ সৃষ্টি করেন নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা অভিযোগ করেন কাস্তে মার্কা প্রার্থী সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহু। তিনি শনিবার (২০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার এবং উপজেলা রিটার্নিং অফিসারের নিকট আলাদা আলাদাভাবে লিখিত অভিযোগ করেন এবং মিডিয়ার সামনে তিনি সাক্ষাৎকার প্রদান করেন।
অভিযোগে উল্লেখ করেন নির্বাচনের দিন তার এজেন্ট বের করে দেওয়া বিশৃংঙ্খলা সৃষ্টি করা ও ভয় ভীতি প্রদান করাসহ বিভিন্ন ধরনের অব্যাহত ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। ইতিমধ্যেই বহিরাগতদের আনাগোনায় আতঙ্কিত হয়ে পড়েছে ভোটাররা। হিন্দু অধ্যুষিত এলাকা বিধায় ভোটাররা নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হবে তিনি জানান। এ কারনেই নৌকা মার্কার প্রার্থী এখন সংখ্যালঘু ভোটারদের চাপ সৃষ্টি করা ছারা কোন উপায় নেই। তিনি কয়েকটি কেন্দ্র অতি ঝুকিপূর্ন কয়েকটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত আইন শৃঙ্খলা মোতায়েনের দাবি জানান। কেন্দ্রগুলো হলো রোঙ্গাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এব্যাপারে নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন মুন্সি জানান, কাস্তে মার্কার প্রার্থী নিশ্চিত পরাজয় ভেবে সংখালঘুর উপর একটা মিথ্যা বেলেম আমার সুনাম নষ্ট করার জন্য তিনি মিডিয়ার কাছে এ কথা বলেন।