ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে ট্রেন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এ বিধি-নিষেধ জারি থাকবে। সংশ্লিষ্ট জেলায় লকডাউনের সময়সীমা বাড়া-কমার ওপর বিধি-নিষেধের সময়সীমাও বাড়বে বা কমবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে গাজীপুরের মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস এবং কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। আন্ত নগর ট্রেনের ক্ষেত্রে গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন চলাকালে বন্ধ থাকবে। এমনকি এসময়ে এখানে কোনো আন্ত নগর ট্রেন থামবে না। এছাড়া, গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস এবং রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এদিকে খুলনাগামী চলাচলকারী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।
(ঊষার আলো-আরএম)